আজকের তারিখ : ডিসেম্বর ২১, ২০২৪, ১১:১৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৪, ২০২৪, ৮:৫৭ পি.এম
রাজশাহী-১:আসনে আলোচনায় তারেক
রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী)ভিআইপি এই সংসদীয় আসনে সাধারণ নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে।স্থানীয় সুত্রে জানা গেছে, আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ও জনসমর্থন বাড়াতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এদের মধ্যে আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
বিশেষ করে দলের আদর্শিক, ত্যাগী, নিবেদিতপ্রাণ, প্রবীণ নেতাকর্মীদের পাশাপাশি তরুণ ভোটারদের মাঝে তিনি একটা পৃথক জায়গা করে নিয়েছেন। যদিও অনেকে বলছে,এখানে প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই। ব্যারিস্টার পরিবার থেকেই বিএনপির প্রার্থী হবে। আবার অনেকে বলছে, যেখানে কেউ কেউ মোটরসাইকেল শোডাউন, পুজা মন্ডব পরিদর্শন, সংবর্ধনা, খেলা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগ আর্কষণের চেষ্টা করেও অনেকটা ব্যর্থ হয়েছে। সেখানে তারেক ইতমধ্যে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসন আয়তনের দিক থেকে দেশের ৮তম স্থানে রয়েছে। এখানে অনেক দুর্গম ও প্রত্যন্ত পল্লী এলাকা রয়েছে। ফলে একজন মানুষের পক্ষে এখানকার মানুষের সঙ্গে পরিচিত হতে গেলেও কমপক্ষে ১০ বছর সময় প্রয়োজন। আর নির্বাচনে বিজয়ী হতে গেলে নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ সাধারণ মানুষের একটা সেতুবন্ধন প্রয়োজন। এখানে হঠাৎ এসে প্রার্থী হয়ে বিজয়ী হওয়া যে কারোর জন্যই অনেকটা কস্টকর।
স্থানীয়রা জানান,বিএনপি নেতা তারেক এখানে প্রায় দেড় দশক ধরে বিএনপির রাজনীতি চাঙা রাখতে আর্থিক সহায়ত করে আসছে।
তানোর-গোদাগাড়ীর পথ-প্রান্তর,পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রতিটি এলাকায় সাধারণ মানুষের মাঝে তারেকের পরিচিতি রয়েছে। তৃণমুলের অভিমত, এলাকার ভোটারদের মানসিকতা,নেতা ও কর্মী-সমর্থকদের মতামত ইত্যাদি পর্যালোচনা করে মনোনয়ন দেয়া হলে তারেকের প্রার্থীতা প্রায় নিশ্চিত। এবিষয়ে জানতে চাইলে এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, রাজশাহী-১ আসনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন চাইবেন।
তিনি বলেন, ভোটারদের মানসিকতা, তৃণমুলের মতামত ও প্রার্থীর গ্রহণযোগ্যতা ইত্যাদি পর্যালোচনা করে মনোনয়ন দেয়া হলে তিনি মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদী। তবে দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত দল যে সিদ্ধান্ত তিনি সেটা মাথা পেতে মেনে নিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha