রাজবাড়ীর কালুখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার ৫৭টি মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিসর্জনে অংশ নেওয়া সঞ্জয় হালদার বলেন, "মা দেবী দুর্গা সকল মানুষকে ভালো রাখুক। পৃথিবীটা যেন ভালো থাকে, অশুভকে বিনাশ করেন এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। আজকের দিনে এই আশাই আমি করি মা দেবীর কাছে।"
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালুখালী উপজেলা শাখার সভাপতি রনজয় কুমার বসু জানান, এ বছর কালুখালীতে ৫৭টি মন্দিরে দুর্গাপূজা সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে কোনো মন্দিরে হামলা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, "বিজয়া দশমীর সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। পুলিশের কঠোর নিরাপত্তার কারণে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha