মাঝরাতে মৃদু বাতাসে শরীরে ঠাণ্ডা লেগে যায়। ভোরের কুয়াশায় শিশির ভেজা ঘাস দেখা যায়। শীতের আগমন ধীরে ধীরে অনুভূত হচ্ছে, যা ঠাকুরগাঁওয়ে রোদ-বৃষ্টির শেষে শীতের আগাম বার্তা নিয়ে এসেছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কিছু নিচু জমির শাকসবজির ক্ষতি হচ্ছে বলে জানান, কৃষকরা। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে উঁচু-নিচু জমির সবজি চাষে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে।
এদিকে, কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগাম শীতকালীন সবজি বাম্পার ফলন হবে বলেও আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha