আজকের তারিখ : জুলাই ২৬, ২০২৫, ৮:৩১ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১২, ২০২৪, ১০:৩৩ পি.এম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হা-মীম গ্রুপের পক্ষ থেকে অনুদান প্রদান

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হা-মীম পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে থেকে অনুদান প্রদান করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও ফরিদপুর ৩ নং আসনের সাবেক সংসদ সদস্য এবং এফবিসিসিআই সাবেক সভাপতি এ.কে.আজাদের হা-মীম গ্রুপের পক্ষ থেকে এ উপলক্ষে ১০০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন।
হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আজ শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ৮০ টি পূজা মন্ডপে শারদীয় উৎসব পালনের লক্ষ্যে এসব অনুদান প্রদান করা হয়।
এ সময় বালিয়াঘাট সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের সভাপতি সুব্রত কুমার সরকার, ফরিদপুর সদরের আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রভাত সিং, রাফিজুল খান, মোঃ রুবেল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উৎসব নির্বিঘ্নে পালনে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
অন্যদিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ, ঈশান গোপালপুর, গেরদা কৈজুরী, কৃষ্ণনগর সহ ফরিদপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং তাদের এই উৎসব পালনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha