আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৩:২৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১২, ২০২৪, ৫:২৯ পি.এম
রাজশাহীর বাঘায় মানবিক সমাজসেবী ডা. সামসুদ্দিনের ইন্তেকাল
রাজশাহীর বাঘায় 'সরের হাট কল্যাণী শিশু সদন' ও মমতাজ আজিজ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক, মানবিক সমাজসেবী ডা. সামসুদ্দিন (৮০) বার্ধক্যজনিত কারণে শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টায় নিজ বাড়ি উপজেলার সরেরহাট গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি---রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ১৯৭১ সালে রণাঙ্গন থেকে ফিরে সতীর্থ যোদ্ধা প্রতিবেশী বন্ধুদের ফিরে না আসা এতিম সন্তানদের মুখের দিকে চেয়ে মানবিক বোধে উজ্জীবিত হয়ে তিনি এতিমদের দায়িত্ব কাঁধে তুলে নেন। তাদের খাওয়া, পরা, চিকিৎসা এবং পূর্ণবাসনের বিষয়টি দিন দিন বড় হতে থাকে।
১৯৮৪ সালে স্ত্রী মেহেরুন্নেছাকে বুঝিয়ে দিয়ে ১২শতাংশ জমি কিনে যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে রাজশাহী শহর থেকে ৪৮ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে সরেরহাট গ্রামে একটি এতিম খানা প্রতিষ্ঠা করেন। সে সময় এতিমদের সংখ্যা ছিল ৫৬ জন। ১০ বছর পর 'সরেরহাট কল্যাণী শিশু সদন' নামে প্রতিষ্ঠানের নিবন্ধন লাভ হয়।
২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয় 'মমতাজ-আজিজ' বৃদ্ধাশ্রম, যেখানে ঠাই পেয়েছে ১২৩ জন শিশু এবং ৪৪ জন বৃদ্ধ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বাবার স্নেহ-ভালবাসায় তাদের আগলে রেখেছিলেন।
ডা. সামসুদ্দিন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে পদকও পেয়েছেন। পেশায় তিনি ছিলেন পল্লী চিকিৎসক।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান, বাদ মাগরিব তার নিজ এলাকায় প্রথম ও বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha