আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৮:৫৭ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৯, ২০২৪, ৪:৪৯ পি.এম
রাজবাড়ীর পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সহস্রাধিক অসহায় বাসিন্দা ও বিশিষ্টজনেরা অংশ নেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ভাঙন কবলিত স্থানে জিওব্যাগ না ফেলা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
এ সময় বক্তারা জানান, গত এক সপ্তাহে দৌলতদিয়া লঞ্চঘাট এবং দেবগ্রামের মুন্সিপাড়া, কাউয়ালজানিসহ বিভিন্ন এলাকায় পদ্মা নদীর ভাঙনে অন্তত ২০টি পরিবারের ভিটেমাটি নদীতে বিলীন হয়েছে। অনেক পরিবার ভাঙন আতঙ্কে নিরাপদ স্থানে সরে গেছে, অথচ বহু আকুতির পরেও সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বক্তারা আরও বলেন, বিগত ৮/১০ বছরে ইউনিয়ন দুটির ২৩টি মৌজা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হাজার হাজার পরিবার সর্বহারা হয়ে পড়েছে। নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, ফলে গোয়ালন্দের মানচিত্র থেকে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন মুছে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তৃতা করেন দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহম্মেদ এবং আরও অনেক নেতৃবৃন্দ।
অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সমাজসেবক, শিক্ষক ও যুব সংগঠনের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha