সরেজমিনে সিংড়া বাজারে গিয়ে দেখা যায়, নানা সাইজের নারকেলের পসরা সাজিয়ে বসেছে ১৫ থেকে ২০টি দোকান। দোকানে ক্রেতাদের ভিড় বেশি। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতারা। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ১৬০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ২০০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার ছোট বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকমল সরকার জানান, নারকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না। তিন জোড়া নারকেল কিনলাম। গতবারের চেয়ে দাম অনেক বেশি। গত বছর যে নারকেল ১ জোড়ার দাম ছিল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এ বছর সেই নারিকেলের দাম ২০০ থেকে ২৪০ টাকা। বছরের ব্যবধানে প্রতি জোড়া নারকেলের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা।
তারা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১০ জোড়া নারকেল কিনতো এখন তারা কিনছেন ৫ জোড়া।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha