আজ বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মাধ্যমে ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে।
সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন মণ্ডপে শোভা পাচ্ছে দেবী দুর্গা। এবছর দৌলতপুরে মাত্র ৭টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজা।
দৌলতপুরের মণ্ডপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: আল্লারদর্গা, তারাগুনিয়া শালিমপুর, ফিলিপনগর কর্মকারপাড়া, ওমরপুর, ছাতারপাড়া, খলিসাকুন্ডি দাসপাড়া ও খলিসাকুন্ডি কর্মকারপাড়া।
দুর্গোৎসবকে নির্বিগ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫