আজ বুধবার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হলো ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত এই পূজা এবারও আড়ম্বরপূর্ণ ও সার্বজনীনভাবে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার মন্দিরগুলোকে নানা রঙে সাজানো হয়েছে।
পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।
প্রতিবছরের মতো এবছরও দুর্গোৎসব সকল ধর্ম ও জাতির মানুষের সহযোগিতায় উৎসবমুখর হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha