হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বাজার সংলগ্ন এলাকায় সরকারি খালের উপর মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১১ টায় জাহাজমারা বাজারে নির্মাণাধীন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান মাসুম বিল্ল্যাহ ক্ষমতার অপব্যবহার করে সরকারি খালে পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বহুতল মার্কেট নির্মাণ শুরু করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এর ফলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে বাড়িঘর এবং ফসলি জমি পানিতে ডুবে গেছে। ভুক্তভোগী মো. মাইনউদ্দিন বলেন, "আমার ৭০ একর ফসলি জমি জলাবদ্ধতার কারণে চাষাবাদ বন্ধ রয়েছে।"
জাহাজমারা ইউনিয়নের সহকারী ইউনিয়ন ভূমিকার্তা গোলাম ফারুক জানান, "খালটি ইউনিয়ন পরিষদের এখতিয়ারধীন, তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি অবগত হয়ে মার্কেট কমিটিকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন।"
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, "ত্রুটিপূর্ণ অবকাঠামো ভেঙে ফেলতে বলা হয়েছে, তবে তারা তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha