২৪’র ছাত্র-জনতার আন্দোলনে রাজবাড়ী জেলা শীর্ষক সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা উপলক্ষে পাংশায় এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য ম্যাগাজিন প্রকাশনার প্রস্তুতি কমিটির আহবায়ক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমানের সভাপতিত্বে সভায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক ও সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য শেখ মুহাম্মদ সবুর উদ্দিন এবং পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. খালেদ জগলুল পাশা বক্তব্য রাখেন।
সভায় ম্যাগাজিন প্রকাশের জন্য লেখা আহবানসহ প্রকাশনার সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ম্যাগাজিন প্রকাশনা প্রস্তুতি কমিটির আহবায়ক মো. সহিদুর রহমান চলতি অক্টোবর মাসের মধ্যে লেখা আহবান এবং ম্যাগাজিন প্রকাশনার কার্যক্রম গতিশীল করার গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি লেখক-কবি-সাহিত্যিক ও সাহিত্য গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের স্বরচিত লেখা ও পরামর্শ দিয়ে সহযোগিতার আহবান জানান।
কবি মো. এবাদত আলী সেখ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমান মাস্টার, শেখ মো. আব্দুর রব ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৪’র ছাত্র-জনতার আন্দোলনে রাজবাড়ী জেলা শীর্ষক সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha