মাগুরা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহকে ঢাকায় বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল হবে ঢাকার সড়ক ভবনে, যেখানে প্রধান প্রকৌশলীর দপ্তর সংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সৃষ্ট সংরক্ষিত (সিভিল) পদে থাকতে হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এএম আতিক উল্লাহকে ৯ অক্টোবরের মধ্যে দায়িত্বভার অর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।
এএম আতিক উল্লাহ ১৪ জুলাই নির্বাহী প্রকৌশলী হিসেবে মাগুরাতে যোগদান করেন, কিন্তু তিনি অধিকাংশ সময় জেলার বাইরে অবস্থান করতেন। ২ অক্টোবর, অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২৩ কর্মকর্তা কর্মচারী গণবদলির দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করেন।
৬ অক্টোবর, নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে ও নির্দেশে উপ-সহকারী প্রকৌশলী শিমুল হোসাইনকে শার্ট-প্যান্ট খুলে মারধর করা হয়। এ ঘটনার পর, শিমুল নির্যাতনের অভিযোগে আতিক উল্লাহসহ আরও ৪ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।
৭ অক্টোবর, "দৈনিক সময়ের প্রত্যাশা" পত্রিকায় এই ঘটনার প্রতিবেদন প্রকাশিত হলে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে মাগুরা থেকে বদলি করা হয়। বদলির বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মাগুরা জেলা কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha