রোববার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভেড়ামারার জিকে ক্যানালে খালে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। সন্ধ্যার পরে তার লাশ ভেসে উঠে।
সবুজ ইসলাম বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মুন্সিপাড়ার নায়েব আলীর ছোট ছেলে। সে চলতি বছরে এসএসসি পাস করে ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল।
সবুজের বড় ভাই ওহিদুল ইসলাম জানান, সবুজ, তার দুলাভাই শাকিবসহ তারা তিনজন ভেড়ামারার ১ নম্বর ব্রীজ সংলগ্ন জিকে খালে গোসল করতে নামে। তারা তিনজন সাঁতার কেটে এপার থেকে ওপারে পার হতে থাকে। ওহিদুল ও শাকিব পার হলেও সবুজ ডুবে যায়। পরে উদ্ধার করে রাত নয়টার সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর পানিতে ডুবে যাওয়া সবুজ নামের এক কলেজছাত্রকে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসে।পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।