আজকের তারিখ : জানুয়ারী ৩, ২০২৫, ৯:১৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৭, ২০২৪, ৩:৫১ পি.এম
মাগুরায় সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
মাগুরায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে।
সোমবার ( ৭ অক্টোবর) সকাল থেকে ডিসি অফিস, জেলা ও উপজেলা ভুমি অফিস, জেলা পরিষদ, পৌরসভাসহ সকল অফিসের সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতরা এই কর্মসূচি পালন করছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে (৭ ও ৮ অক্টোবর) দুইদিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে মাগুরায়।
এ সময় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটকারিদের মধ্যে এক দফা দাবতে বক্তব্য রাখেন, আবুল বাসার সার্ভেয়ার সদর ভুমি অফিস, আশরাফুল ইসলাম সার্ভেয়ার জেলা প্রশাসক কার্যালয় , আবু সালেহ সার্ভেয়ার মহম্মদপুর উপজেলা ভুমি অফিস এবং মো: আজমল হক, সার্ভেয়ার জেলা পরিষদ, মাগুরা। বক্তরা বলেন, অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।
এর আগে তারা গত ১ থেকে ৩ অক্টোবর একই দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha