চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (০৬ অক্টোবর) অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ।
অভিযান সুত্রে জানা যায়, আলমডাঙ্গার উপজেলার আনন্দধাম এলাকায় সবজি বাজার, মুদি দোকান, আলু পেয়াজের আড়তসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এ সময় মেসার্স উত্তরা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে গ্যাসের মুল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ড্যামেজ ভুষি রোদে শুকিয়ে পুনরায় প্যাকেট করে বিক্রয় করা, মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয় করাসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী সুশীল কুমার বিশ্বাসকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও থানা পুলিশের একটি টিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha