আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৫, ২০২৪, ১১:৫৩ পি.এম
শালিখায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরা শালিখায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের যশোর-মাগুরা মহাসড়ক হয়ে শালিখা সড়কের শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়।পরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।তিনি বলেন আমি শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করি, আপনাদের দাবী আমাকে লিখিত ভাবে জানাবেন আমি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবো। স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম।
এ সময় বক্তব্য রাখেন আড়পাড়া ডিগ্রি কলেজ সভাপতি সাবেক উপাধ্যক্ষ মোঃমফিজুর রহমান,শালিখা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জামায়াতে ইসলামী বাংলাদেশে শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃআফসার আলী, অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক এবিএম খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম,সুপার আবুল হাসান, শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃমশিউর রহমান, প্রধান শিক্ষক অরুন চক্রবর্তী, সহকারী শিক্ষক শাহিনুর রহমান, সহকারী মৌলভী জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ।
বক্তব্যে শিক্ষকদের সম্মান ও বৈষম্য দুরিকরণ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআশরাফুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha