আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৫, ২০২৪, ৯:২৯ পি.এম
প্রাথমিক শিক্ষকদের উন্নত গ্রেডের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নতি করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড থেকে ৯ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করণের দাবি জানানো হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক হুমায়ুন কবির শাহিন, মোঃ বাবুল হোসেন, মোঃ এস এম আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক ইমরোজ জাহান, মোঃ কবির হোসেন, মোঃ মাছুম মিয়া, মোঃ সফিকুল ইসলাম, মোঃ তাওহীদুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জিয়াউর রহমান প্রমূখ। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha