আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ১২:১৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৪, ২০২৪, ১০:১৯ পি.এম
পার্বত্য অঞ্চলে সকলের সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে ৫ দফা দাবী “শান্তিকামী জনতার”

আজ (৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের এর সম্মেলন কক্ষে পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন এবং সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এসময় শান্তিকামী জনতার পক্ষে আমিনুল ইসলাম তাদের দাবী বাস্তবায়ন করে পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ন সহবস্থান ফিরিয়ে আনার জোর দাবি জানায়। সেই সাথে অত্রাঞ্চলের সকল জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরী করনে ধর্ম বর্ন জাতি নির্বিশেষে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানায়।
তাদের ৫ দফা দাবীসমূহ হলোঃ
১/ পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
২/ সবধরনের বিচার বর্হিভূত হত্যা বন্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহন করতে হবে।
৩/ সাম্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বর্হিভূত হত্যা, দোকানপাট,বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
৪/ পার্বত্য অঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশী-বিদেশী কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
৫/ পার্বত্য অঞ্চলকে ঝুঁকিমুক্ত সন্ত্রাসমুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার এসএম শাহনেওয়াজ, এইচ আর রহমান রনি, রাকিব মনি ইফতিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha