আজকের তারিখ : জুলাই ৩০, ২০২৫, ১:২০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২৪, ৯:৩৩ পি.এম
ড. এম আসাদুজ্জামান বিএমডি এর নতুন চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে থাকা আখতার জাহানের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বিএমডিএর চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য ড. এম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার সরকারের সঙ্গে আখতার জাহানের চুক্তির মেয়াদ বাতিলসহ ড,এম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বিএমডিএ প্রতিষ্ঠায় আসাদুজ্জামানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি এ সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ।
তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার ভাই।
২০২১ সালের ৬ জুলাই বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ পান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ বেগম আখতার জাহান।
বিগত ২০২৩ সালের ১৩ জনপ্রশাসন মন্ত্রণালয় আরও দুই বছরের জন্য তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করে। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অফিসে যাচ্ছেন না তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha