আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৬:৩৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২৪, ১০:২৩ পি.এম
গোমস্তাপুরে বিএনপি’র উদ্যোগে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গা উৎসব সফল করার জন্য উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি সম্প্রীতি সমাবেশ এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ২০২৪ ইং রাত আটটায় ডাকবাংলা চত্বরে রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।
এছাড়াও রহনপুর পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, যুবনেতা সাজ্জাদ হোসেন, পিয়ারুল, মাহবুব,আব্দুল্লাহ, পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক সুমন শাহাসহ রহনপুর পৌর সভার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সম্প্রীতি সমাবেশ সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলকে আহ্বান জানান বিএনপির উপস্থিত নেতারা। উল্লেখ্য যে এই বছর রহনপুর পৌর সভায় ৭ টি সহ উপজেলায় মোট ৩১ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha