আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৬:১০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২৪, ৮:০৮ পি.এম
জামিন নামঞ্জুর, সংসদ সদস্য আবদুর রউফ কারাগারে
কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথা (৪৫) হত্যা মামলার আসামি কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া আদালত।
আজ বৃহস্পতিবার রউফের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে ওই নির্দেশ দেন আদালত। কুষ্টিয়া সদর আমলি আদালতের জিআরও শাখার পুলিশ কর্মকর্তা ইস্কেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে রউফকে গ্রেপ্তার করে র্যাব। গভীর রাতে তাঁকে ঢাকার গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। গত বুধবার সন্ধ্যায় তাঁকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজিরের জন্য সদর জিআরও শাখায় নেওয়া হয়। ২০ মিনিট তিনি সেখানেই চেয়ারে বসেছিলেন। এরপর আদালতে ওসি জানিয়েছিলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়।
কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গত রোববার কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে সুজন মালিথাকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। মামলায় রউফকে ৮ নম্বর আসামি করা হয়েছে।
রউফের স্ত্রী জান্নাতুন নাহার বলেন, আমার স্বামী একজন জনদরদি মানুষ। জনগণের জন্য কাজ করেন। ঘটনার পাঁচ বছর পর মিথ্যা মামলা দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha