ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেওয়ার কারণে হামলার শিকার হয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা (৪৫)। এমন অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে। আহত লিটনকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার শিরগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। উপজেলার বানা ইউনিয়নের গরানিয়া গ্রামের জহুরুল হক মোল্যার ছেলে লিটন।
এ ঘটনায় বুধবার দুপুরে আহত লিটনের ছোট ভাই জব্বার মোল্যা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, ইউপি সদস্য খোকন মোল্যাসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দু-তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা জানিয়েছেন তারা ষড়যন্ত্রের শিকার এসব ঘটনার সাথে তারা কোনো ভাবেই জড়িত না।
জানা গেছে, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার পদত্যাগ চেয়ে সেপ্টেম্বরের শুরুতে আন্দোলন শুরু করেন। তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়। তদন্ত কমিটি বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের রুমে তদন্তের কাজ করছিলেন। ওই দিন শিরগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপজেলাতে সঙ্গে নিয়ে আসার সময় বিদ্যালয়ের গেটের সামনে হামলার শিকার হন।
প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার ভাষ্য, তিনি এসব হামলার বিষয়ে কিছুই জানেন না। এটি একটি সাজানো নাটক। পদত্যাগের ঘটনা নিয়ে কিছু দিন আগে বোয়ালমারী থানার মামলায়ও ষড়যন্ত্র করে তাঁকে আসামি করা হয়েছে।
ইউপি সদস্য খোকন মোল্যা বলেন, ‘আমরা তাঁর (লিটন) ওপর হামলা করিনি। এর আগেও আমাদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়েছে।’
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha