কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শোভা খাতুন (১৯) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শোভা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে। তিনি কুচিয়ামোড়া বিজিএম কলেজের ছাত্রী ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শংকর কে বিশ্বাস জানান,ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শোভাকে। ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শোভা খাতুনের ভাই মতিয়ার রহমান বলেন, গত ৩-৪ দিন ধরে সে অসুস্থ ছিল। গত দুদিন আগে টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে। তখনই তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থার অবনতি হলে রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। আজ সোমবার ভোরে সেখানে মারা যায় শোভা।
সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দিবাগত রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শোভা খাতুন ভর্তি হয়। শনিবারই তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হাওয়ায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়। ভেড়ামারাতে এটাই ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর প্রথম মৃত্যু।
বিগত ১০ দিনে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৪ জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। বর্তমানে হাসপাতালে তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha