আজকের তারিখ : মার্চ ১২, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৭:৪৪ এ.এম
রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে রিটনের আর্থিক সহায়তা প্রদান

রাজশাহী মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে ১১ নং ওয়ার্ড রাজাহাতা কালীমন্দির ও শিব মন্দিরের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হতে বিএনপির পক্ষ হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) যুবদলের এ নেতা বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে ও সহায়তা প্রদান করেন। এর আগেও ২৭ সেপ্টেম্বর হরিজন পল্লী মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় রিটন বলেন, দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমিও আমার নেতাকর্মী নিয়ে রাজশাহী শহরের প্রতিটি মন্দির পরিদর্শন ও তাদের সার্বিকভাবে সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের চেষ্টা করছি। রাজশাহী একটি অসাম্প্রদায়িক শহর। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে।
‘হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না উল্লেখ করে রিটন আরও বলেন, প্রয়োজন হলে মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতা-কর্মীরাও পাহারা দিবে। পাশাপাশি কেউ যদি দুর্গোৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে কঠোর ভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান বিএনপির এই নেত্রী। তিনি সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha