আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ২:৪৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:২৯ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে সদস্য সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলন জেলা আমীর অধ্যাপক আবদুল খালেক এর সভাপতিত্বে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ৩ ঘটিকায় জেলা পরিষদ মিলায়তনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ রাস্ট্রের সকল সেক্টরকে ফোকলা বানিয়ে দিয়েছে। ব্যংক বীমা রাষ্টীয় কোষাগার চুরি করে বিদেশে পাচার করেছে। আপনরা সকলে জানেন শেখ মুজিব আফসোস করে বলেছিল কেউ পেল সোনার খনি কেউ পেল কয়লার খনি আর আমি পেয়েছি চোরের খনি। সাত কোটি বাঙ্গালির জন্য সাড়ে সাত কোটি কম্বল এনেছি কিন্ত আমার কম্বল টি কই। চোরের দল সব চেটে খেয়েছে।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, রাজশাহী জোন সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড কেরামত আলী, সাবেক জেলা আমীর আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর আবুল হাসান, সহ-সেক্রেটারী ড. ওবায়দুল্লাহ, অধ্যাপক কামরুজ্জামান, এম তাইফুর রহমান মাও সিরাজুল ইসলাম, মাওলানা ইসমাইল আলম, জালাল উদ্দীন, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক এর সঞ্চালনা প্রায় তিন শতাধিক মহিলা সদস্য সহ প্রায় সাড়ে সাতশত সদস্য সম্মেলনে অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha