বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইংল্যান্ড ও বিশ্ববাংলা ফাউন্ডেশন যুক্তরাজ্য মানবাধিকার নেতা শাহরিয়ার কবিরকে বাংলাদেশে গ্রেফতার করায় উদবেগ প্রকাশ করেছে। সেই সাথে তাঁকে মুক্তি দেয়ার জন্য বাংলাদেশের অন্তরবর্তি কালীন সরকার প্রধানের প্রতি আবেদন জানিয়েছে।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ও বিশ্ববাংলা ফাউন্ডেশন মনে করে রাজনৈতিক ও আদর্শিক প্রতিহিংসা ছাড়াও, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নিপীড়ন ও সহিংসতার শিকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে পিটিশন সংগঠিত করা থেকে বিরত রাখতে মানবাধিকার কর্মি শাহারিয়ার কবিরকে আটক করা হয়েছে।
একজন অকুতোভয় মানবাধিকার কর্মী যিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং কনভেনশনে পারদর্শী। তার এই গ্রেপ্তার তাকে জাতিসংঘের সফররত দলের সামনে মানবাধিকার ভুক্তভোগীদের পক্ষে সক্রিয় হস্তক্ষেপ এবং ওকালতি থেকে সরিয়ে রাখতেই তাঁকে আটক করা হয়েছে। বিবৃতিতে সাক্ষর করেছেন মতিয়ার চৌধুরী, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha