আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ১০:২২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২১, ২০২৪, ২:৩১ পি.এম
পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. হুসাইন বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মৃত হাবিবুর রহমান বিশ্বাসের চাউল কল মিলে (চাতাল) এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত হাবিবুর রহমান বিশ্বাস সৈয়দপুর গ্রামে একটি চাউল কল (চাতাল) স্থাপন করেন। তিনি মারা যাওয়ার পরে বড় ছেলে হুমায়ুন বিশ্বাস ও মেঝ ছেলে হুসাইন বিশ্বাস ওই চাউল কল পরিচালনা করে। শনিবার সকালে হাউজে ধান সিদ্ধ করতে পাম্প দিয়ে পানি উঠাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটে পড়ে হুসাইন। পরে স্থানীয় লোকজন দেখে তাকে উদ্ধার করে হাসপাতলে নিলে জরুরী বিভাগের চিকৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. মোহন ওরফে পাঁচু মোল্যা জানান, গত দু'দিন আগে আমার ছেলে জুবায়ের মোল্যা ওই পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় মেহেন্দি গাছে হাত লাগলে বিদ্যুতস্পর্শে ঝাঁকুনি দিয়ে ফেলে দেয়। মালিক পক্ষদের বলেও কোন কাজ হয়নি। তবে আজ ওই স্থান থেকে বিদ্যুতায়িত হয়ে মালিক পক্ষ মারা গেল!
চাউল কলের শ্রমিক মো. মুনতাজ বলেন, সকালে মিলের হাউজে ধান ঢেলে আমি খেতে যাই। এসে দেখি মাটিতে হুসাইন ভাই পড়ে আছে। তাকে ধরে উঠাতে গেলে আমিও বিদ্যুতায়িত হতে যায়। পরে মেইন লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বোয়ালমারী জোনাল অফিস ও পাম্পের সামনে থেকে শেষ নিশ্বাস ত্যাগ করে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাবরিনা হক বলেন, রোগীর পরিবার জানিয়েছে বিদ্যুতায়িত হয়ে ছিল। তবে হাসপাতালে আনার আগেই রোগী মারা গিয়েছে।
পরিবারের সাথে কথা বলে জানা গেছে নিহত হুসাইন বিশ্বাসের এক ছেলে- এক মেয়ে ও স্ত্রী রয়েছে। শনিবার বিকেল ৪টায় ছোলনা গোরস্থান মাদ্রাসায় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha