আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ৫:৩২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২০, ২০২৪, ২:৪৯ পি.এম
কাঠালিয়া উপজেলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৪ পালিত
আজ ২০সেপ্টেম্বর ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (VBS) উদ্যোগে ক্লাইমেট স্টাইক ২০২৪ অনুষ্ঠিতহ হয়। এই স্ট্রাইকে শতাধিক পরিবেশ সচেতন মানুষ এবং তরুণেরা জলবায়ু কর্মের জন্য একটি শক্তিশালী আহ্বানে সারা বিশ্বের তরুণদের সাথে যোগ দিতে তারা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বার্তাটি পরিষ্কার: আমরা এখনই একটি সংশোধিত শক্তি পরিকল্পনা, জীবাশ্ম জ্বালানির সমাপ্তি এবং সাহসী জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দাবি করছি!
তাদের দাবীঃ ১) জীবাশ্ম জ্বালানী নির্ভরতা থেকে দূরে সরে যান, ২) নবায়নযোগ্য শক্তি বিনিয়োগ ত্বরান্বিত করুন , ৩) শক্তিশালী জলবায়ু নীতি বাস্তবায়ন করুন, ৪) সকলের জন্য জলবায়ু ন্যায়বিচার প্রদান করুন।
এখন সময়! আমাদের গ্রহ টিপিং পয়েন্টে রয়েছে। আমরা আর অপেক্ষা করতে পারি না—আমাদের ভবিষ্যত জরুরি পদক্ষেপের উপর নির্ভর করে! আসুন একটি ন্যায্য পরিবর্তন এবং জলবায়ু-সহনশীল বিশ্বের জন্য ঐক্যবদ্ধ হই। নেতাদের জবাবদিহি করতে আমাদের সাথে যোগ দিন। পরিবর্তন এখানে না আসা পর্যন্ত আমরা থামব না!
সংগঠনের বক্তব্য- ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (VBS) পরিচালক মো: ইমরান হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। আমরা চাই সরকার ও সাধারণ জনগণ একসাথে এসে জলবায়ুর বিরুদ্ধে লড়াই করুক এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাক।”
দাবি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংগাঠনিক সম্পাদক মো: সাজিদ মাহমুদ এই স্ট্রাইকে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—নতুন গাছ লাগানো, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি, এবং শিল্প কারখানার অতিরিক্ত কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ। পরিবেশ ক্ষতি করাক সকল বর্জ/ প্লাস্টিক দ্রব্য ব্যাবহার কমিয়ে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যাবহার করতে হবে।
তিনি আরো জানান আমাদের সংস্থাটি ২০২০ সাল থেকে পরিবেশ ও জলবায়ু, সামাজিক উন্নয়ন মূলক এবং শিক্ষা মূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতে নিয়মিত জলবায়ু সচেতনতা কর্মসূচি আয়োজন করবে। বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha