আজকের তারিখ : মে ১০, ২০২৫, ২:৩৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১২:৪৭ এ.এম
খোকসার কৃতি সন্তান সমন্বয়ক সদ্দার স্বজন উপজেলা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষের সাথে মত বিনিময়

কুষ্টিয়ার খোকসার কৃতি সন্তান সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় (এ আই ইউ বি) এর বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের সমন্বয়ক সদ্দার হৃদয়উজ্জামান স্বজন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষের সাথে মত বিনিময় করেছেন।
সরদার স্বজন ৪ দিনব্যাপী খোকসা সফরকালে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ও থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন ব্যক্তিদের সাথে মতিনিয়ত করেছেন। এ সময় তিনি দেশে চলমান অবস্থায় প্রশাসনকে সহযোগিতা ও খোকসার বিভিন্ন সমস্যা দূরীকরণে বিষয় মত বিনিময় করেন।
তিনি বলেন প্রশাসনের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, প্রশাসনকে সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি বলেন এখন পর্যন্ত কোনো উপজেলা কমিটি না থাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে তবে অচিরেই আন্দোলনকারী দের মূল্যায়ণ করে কমিটি দেয়া হবে।
তিনি বলেন খোকসার শহীদ মারুফ ও শহীদ মাহিমের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা এবং একইসাথে গুরুতর আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিতকরণে সদা সচেষ্ট থাকিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় খোকসার আন্দোলন কারী শিক্ষার্থী দের একাংশ তার সাথে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha