আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ২:০২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৭:১৩ পি.এম
ভেড়ামারায় নতুন ইউএনওর যোগদান

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন ৩৫তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বুধবার জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোছাঃ শারমিন আখতার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ইউএনও। পরে বেলা ১২টায় নিজ দপ্তরে যোগদান করেন ।
ইতিপূর্বে তিনি মাগুরা জেলার সদরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়।
নতুন ইউএনওর যোগদান উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha