আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৫:৩৩ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৫:১৪ পি.এম
বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল ও ভারতের পেট্রোপোল বন্দরের মধ্যে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মুঠোফোন দৈনিক 'সময়ের প্রত্যাশা'কে জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ। এজন্য বেনাপোল বন্দরেও এ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১ দিনের সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। টানা দুইদিন আমদানি রফতানি বন্ধ থাকায় বন্দরের দুই পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য বোঝাই আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল খাদ্যদ্রব্যসহ শিল্প কলকারখানায় জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।
প্রসঙ্গত, ভারত থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হয়ে থাকে প্রায় ৪০ কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha