আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১০, ২০২৪, ৪:২১ পি.এম
মুকসুদপুর ছেয়ে গেছে বিএনপির নতুন নতুন ব্যানার ফেস্টুনে

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ছেয়ে গেছে বিএনপির নতুন নতুন ব্যানার ফেস্টুনে।
দীর্ঘ ১৬ বছর পর মুকসুদপুরের বিভিন্ন রোডে এবং দেওয়ালে ঝুলছে বিএনপির নতুন নতুন ব্যানার ফেস্টুন। অথচ বিগত দিনে মুকসুদপুর উপজেলার কোথাও বিএনপির কোন ব্যানার, ফেস্টুন, পোস্টার তেমন একটা দেখা যায়নি।
৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপরই ঘুরে যায় মুকসুদপুরের চিত্র।
আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত মুকসুদপুর উপজেলার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের কোন ব্যানার, পোস্টার বা ফেস্টুন। এক রাতেই উধাও হয়ে গেছে ১৬ বছর যাবৎ টানানো আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন।
উপজেলাকে ঢালাওভাবে সাজানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন দিয়ে। বর্তমানে মুকসুদপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দুটি গ্রুপের ভিন্ন ভিন্ন কার্যক্রম করতে দেখা গেলেও মেজবাহ গ্রুপের অনুসারী কারও কোন ব্যানার ফেস্টুন তেমন একটা চোখে পড়েনি। সেলিমুজ্জান গ্রুপের অনুসারীদের ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে তুলেছেন মুকসুদপুর উপজেলা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha