ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মুড়ি বিক্রেতাকে রড ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুর রহমান (২৮)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের বাসিন্দা ও কীটনাশক ব্যবসায়ী।
অভিযুক্ত আমিনুর রহমান বলেন, তিনিসহ আরও চারজন মেহেদীর কাছে ঝালমুড়ি চেয়েছিলেন। কিন্তু মেহেদী ঝালমুড়ি না দিলে তিনি একটা জগ ভাঙেন। পরে উৎসুক জনতার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। তবে মেহেদীর মাথা কে ফাটিয়েছে, তা তিনি জানেন না। ঘটনার পর তিনি বাজার থেকে চলে এলে মেহেদীর লোকজন তাঁর দোকানে তালা লাগিয়ে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha