আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:৫২ পি.এম
মধুখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত

ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গনহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনীয় অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মধুখালী উপজেলা শাখার আয়োজনে ০৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশাল এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মোস্তফা কামাল, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা। মোঃ ওয়ালীউর রহমান রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা। হাফেজ মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা। মুফতি মোঃ ওসমান গনি, চেয়ারম্যান শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ। আব্দুল হক মৃধা, চেয়ারম্যান ময়না ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ আবু হানিফ মোল্লা, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধুখালী উপজেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধুখালী উপজেলা শাখা। উক্ত গণ সমাবেশ অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha