আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২, ২০২৪, ২:৪৭ পি.এম
দীঘিনালা মেরুং ইউনিয়নে ১ হাজার মানুষের মাঝে চিকিৎস্যা সেবা প্রদান করছেন ভ্রমণকন্যা

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের আশ্রাফিয়া মাদ্রাসায় ১ হাজার মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎস্যা সেবা প্রদান করেন ভ্রমণকন্যা-ট্রাভেলটস অব বাংলাদেশ।
২ সেপ্টেম্বর (সোমবার) সকাল থেকে বিভিন্ন বয়সী পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎস্যা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিগত বন্যায় বিভিন্ন এলাকার মানুষের মাঝে পানি বাহিত বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। তৃণমূল পর্যায়ের এসব মানুষদের সুচিকিৎসার কথা চিন্তা করে ভ্রমনকন্যার পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা প্রদানের উদ্দেশ্যে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক টিম সহ বিশ জন ভলান্টিয়ারের সমন্বয়ে এই সেবা প্রদান করা হয়।
ভ্রমণকন্যা- ট্রাভেলেটস অফ বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ডা: সাকিয়া হক, ডা: মানসী সাহা।
ভ্রমণকন্যা- ট্রাভেলেটস অফ বাংলাদেশ সংগঠন এর প্রতিষ্ঠাতা ডা: সাকিয়া হক ও সহ প্রতিষ্ঠাতা ডা: মানসী সাহা। এছাড়াও এসেছেন
ঢাকা মেডিকেল কলেজের কে-৬৯ ব্যাচ এর ডা: পাপড়ি এবং কে-৭৫ ব্যাচ এর ডা: নোমান,ডাঃ সুমন,ডাঃ নিশাত। এছাড়াও ভ্রমণকন্যার একটি বিশেষ টিম এ ক্যাম্পেইনে অংশ নেন।
ক্যাম্পেইনে সেবা নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা, ডাঃ সাকিয়া হক বলেন, এই ভয়াল বন্যায় পার্বত্য অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমান বৃদ্ধি পাওয়ায় মানুষ সঠিক ভাবে সেবা নিতে অক্ষম হচ্ছে। সেই সেবা নিশ্চিত করতেই ভ্রমণকন্যা-ট্রাভেলটস অব বাংলাদেশ এর এই ক্যাম্পেইনের সিদ্ধান্ত। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha