আজকের তারিখ : মে ১২, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৩০, ২০২৪, ৬:১৩ পি.এম
দৌলতদিয়া ফেরিঘাটে প্রবীণদের জমজমাট হাডুডু খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে প্রবীণদের অংশগ্রহনে জমজমাট হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট সংলগ্ন শাহাদাৎ মেম্বার পাড়ায় স্হানীয় বাসিন্দারা খেলাটির আয়োজন করে। খেলায় নূন্যতম ৬০ বছর থেকে ৯০ বছর বয়সী খেলোয়াড়েরা অংশ নেন। ব্যাতিক্রমী এই খেলাটি দেখতে ঘাট এলাকায় জনতার ঢল নামে।
খেলায় ৫-২ গেমে সফি মোল্লার দলকে হারিয়ে মোহাম্মদ আলীর দল চ্যাম্পিয়ন হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরন করা হয়।
খেলায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হোসেন শেখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও দৌলতদিয়া বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোঃ মোহন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপহার শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সুলতান উদ্দিন আহমেদ, দৌলতদিয়া ঘাট শ্রমিক দলের সভাপতি ডাঃ নুরুল ইসলাম, শাহাদাৎ মেম্বার পাড়ার মাতুব্বর সাহেব আলী খন্দকার প্রমূখ।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা হলেন মোহাম্মদ আলী শেখ, মোঃ হাসেম শেখ,মজি মোল্লা,,শুকুর মিস্ত্রী,আমজাদ শেখ,সোরাপ মোল্লা এবং আফজাল মোল্লা।
রানারআপ দলের খেলোয়াড়েরা হলেন মোঃ সফি মোল্লা ইসমাইল মুন্সি,নিদান শেখ,মজিবুর শেখ,আনু ফকির, তারক আলী শেখ ও নিজাম প্রামানিক।
খেলায় অংশ নেয়া মোহাম্মদ আলী শেখ (৬০), মজিবর শেখ (৬৫),তারক আলী (৯০),হাসেম শেখসহ কয়েকজন বলেন, খেলায় জয়-পরাজয় যাই হোক, আমরা এই বয়সে খেলতে পেরেই খুব খুশি। আয়োজকদের ধন্যবাদ জানাই।
প্রধান অতিথি মোঃ মোহন মন্ডল তার বক্তব্যে বলেন, আজকের এই খেলাটি এলাকার বয়োবৃদ্ধদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরিয়ে এনেছে। এখান থেকে তরুণ-যুবাদের অনেক কিছু শেখার আছে। মোবাইল ও ইন্টারনেটে ডুবে না থেকে শরীর ও মনকে চাঙ্গা রাখতে তাদেরকে নানা ধরনের মাঠের খেলায় মনোযোগী হওয়া দরকার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha