ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক আজ্ঞাত নামা ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। তবে বিজিবি বলছেন, বিষয়টি তারা শুনেছেন। সত্যতা যাচাই চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ এর ৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে এক জনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে। মারা যাওয়া ঐ ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বিজিবি’র ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ঠান্ডু মিয়া জানান, তারা শুনেছেন। কিন্তু নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে গুলিতে একজন মারা যাওয়া কথা তিনিও শুনেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha