আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১০:৪৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৮, ২০২৪, ৮:২২ পি.এম
ভূরুঙ্গামারীতে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের বরখাস্তে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযোগে এক শিক্ষকের বরখাস্তে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
২৮ আগষ্ট দুধবার দুপুরে উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অত্র এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বিবিন্ন সুত্রে জানা গেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় ওই বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে শরীর স্পর্শ করে ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম।এবং এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে হুমকি প্রদান করে।
পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে বুধবার দুপুরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে জড়ো হয় এবং প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উল্লেখ্য যে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল ইসলাম সোনাহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস বলেন, প্রধান শিক্ষক বরাবর শ্লীলতাহানির একটি অভিযোগ দাখিল করেছে। আগামীকাল সকাল ১১ টার মধ্যে আমি প্রধান শিক্ষককে এ বিষয়ে লিখিত প্রতিবেদন আমার কাছে জমা দিতে বলেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha