ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার নিচে রয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পাংখা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বাড়লেও সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। এখনো পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো বলেন, পানি বৃদ্ধির যে হার, তাতে এখনো আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে।
এদিকে দুপুরের দিকে নদীতে স্রোত বাড়লে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোড়লাউড়ি ঘাটে পদ্মাপাড়ে ভাঙন সৃষ্টি হয়। এতে কয়েকটি বাড়ী নদী গর্ভে বিলিন হলেও অন্যরা তাদের বসতভিটা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, সপ্তাহখানে ধরেই পদ্মার পানি বাড়ছিল। তবে শনিবার ও রোববার পানি বাড়েনি।
এদিকে সোমবার ভারত ফারাক্কার গেট খুলে দিলে পানি বৃদ্ধি শুরু হয়। ফলে পাঁকা ইউনিয়নের বেশ কিছু এলাকার ধান ও ফসল ডুবে গেছে। তীব্র স্রোতের কারনে কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তার দাবি- ভারত থেকে আসা পানি তীব্র স্রোতে ঢালুর দিকে চলে যাচ্ছে। যদি স্রোত বন্ধ হয়, তবে এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ইতিমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। আগাম বন্যায় সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha