নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অবস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদ মোঃ রিটন উদ্দিনের কবর জেয়ারত করেন হাতিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
আজ রোববার (২৫ আগস্ট) দুপুর ২টায় নোয়াখালী জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালামের নেতৃত্বে শহিদ রিটন এর কবর জেযারতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম, উপজেলা বিএনপির সহ সভাপতি নিজাম চৌধুরী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।
এসময় জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালামকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন শহিদ রিটনের বাবা। নেতৃবৃন্দ শহিদের পরিবারের সদস্যদের শান্তনা দেন।
কবর জেয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, হাতিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোমিন উল্ল্যাহ রাসেল, হাতিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, হাতিয়া পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব সানাউল্লাহ শাহিন, চরকিং ইউনিয়ন বিএনপি সভাপতি প্রফেসর ফখরুল ইসলাম, বিএনপি নেতা, কবির উদ্দিন মজনু , উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন রকি প্রমূখ।
প্রসঙ্গত গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্যের সাথে মিছিলে যোগ দেন মোঃ রিটন উদ্দিন। রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র জনতার মিছিলে পুলিশের নির্বিচার গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরদিন নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে নিজ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha