ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে সাপে কামড়ের তিনদিন পর ফেলা ফকির(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ২৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ওই কিশোরের মৃত্যুর ঘটনার কথা নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন ফেলা ওই ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী গ্রামের রহম ফকিরের ছেলে। গত ২১ আগস্ট বুধবার বিকেল পাঁচটার দিকে ধান ক্ষেত হতে গরু তাড়াতে যায় ফেলা। ফেরার সময় তার বাম পায়ের গোড়ালীতে বিষধর সাপে কমাড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে গেলে ওঝা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিতে বলে।
পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাসেল’স ভাইপারের কামড়ের উপসর্গ তার শরীরে দেখা যায়। তিন দিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ফেলার বড় এক ভাই ও ছোট এক বোন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha