কুষ্টিয়ার কুমারখালীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতি বৃষ্টি খাতুনের (২৫) মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বৃষ্টি খাতুরে বাবা সাইফুল শেখ বাদী হয়ে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বদর উদ্দিনের নামে মামলা করেন। মামলায় মালিকসহ আরো অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার কথা শুনে ক্লিনিক মালিক লাপাত্তা।
আজ শনিবার(২৪ আগষ্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম। তিনি জানান, নিহত বৃষ্টির বাবা বাদী হয়ে ক্লিনিক মালিকের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আসামিদের অবিলম্বে গ্রেফতার করা হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাত্র চারদিনের ব্যবধানে কুমারখালী পৌরসভার তেবাড়িয়ার বিশ্বাস মোড় এলাকার নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দুইজন প্রসূতি নারীর মৃত্যু হয়। এতে চিকিৎসকদের অবহেলাকে দায়ী করে শুক্রবার দুপুরে বৃষ্টির লাশ নিয়ে নোভা ক্লিনিক ঘেরাও করে নিহতের স্বজন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা ও নানান অসংগতি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লিনিকটিকে সিলগালা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha