আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ৫:৫১ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৩, ২০২৪, ৯:৩১ পি.এম
১৬ বছর পর শালিখায় প্রকাশ্যে জামায়াতের আলোচনা সভা
মাগুরা শালিখায় ১৬ বছর পর প্রকাশ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল শহীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর সন্তান শহীদদের স্মরণে
দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে মাগুরা শালিখা উপজেলার শতখালীর জামায়াত তাদের কার্যক্রম শুরু করেছে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওঃএম,বি,বাকের মাগুরা জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী। তিনি বলেন, আমাদের দেশের তরুণ ছাত্ররা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।এই ছাত্র সমাজ নিয়ে বাংলাদেশ বিনির্মাণে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাগুরা শালিখা উপজেলার কাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃকাউছার আলী মোল্যা সভাপতি ৭নং কাতলী ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী শালিখা মাগুরা। সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জেলা ও উপজেলা থেকে আগত জামায়াত ইসলামী নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে।সবাইকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে।স্বৈরাচার শেখ হাসিনার পতন কোনো দলের একার বিজয় নয়,এই বিজয় ছাত্র-জনতার জীবনের বিনিময় অর্জিত ঐতিহাসিক বিজয়।শেখ হাসিনা পতনের খবরে সর্বস্তরের মানুষ মনে এক স্বস্তির জাগান দিয়েছে ফিরে পেয়েছে মুক্ত মনে কথা বলার অধিকার।
দোয়া অনুষ্ঠানে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha