চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে সানাউল্লাহ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সমীর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ২০ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হয় সানাউল্লাহ। এরপর আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে পারচৌকা গ্রামের জাহিদুল ইসলামের আম বাগানের পাশে দাড়া নদীতে সানাউল্লার মরদহ ভাসতে দেখে শিবগঞ্জ থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।