আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ২:৫৮ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২১, ২০২৪, ১:৩৯ পি.এম
ফরিদপুরবাসী ও সাধারণ ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর বাসী সাধারণ ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ টেল হার স্টোরি কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ এবং বাইরে ঘটে যাওয়া যৌন হয়রানি ও সামাজিক অবিচার নিরোধ টেল হার স্টোরি কর্মসূচি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফ হোসেন সহকারী অধ্যাপক হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ, উম্মে কুলসুম মাহমুদা প্রভাষক হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ, আতাউর রহমান সহকারী অধ্যাপক হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ সৈয়দা, ফারহান আলী রাজবাড়ী আবুল হোসেন কলেজের প্রভাষক, মাহিয়া মাহি, বিভা , জান্নাত প্রমুখ।
সভায় বিভিন্ন সময়ে বাংলাদেশে নারী, কিশোরী ও শিশুদের উপর যৌন নির্যাতন সহ দের উপরে ঘটে যাওয়া ১১ টি ঘটনা বর্ণনা করা হয়। এবং এর প্রতিকারে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন যেসব নারীরা এ ধরনের যৌন নির্যাতনের শিকার হন তারা অনেকেই সঠিক বিচার পান না। এছাড়া অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটে পরিবারের কোনো সদস্য কিংবা প্রতিবেশী থেকে। অথচ নারীরা লোক লজ্জা ও সামাজিক নিরাপত্তার কারণে ভয়ে সেগুলোই প্রকাশ করতে পারেন না।
বক্তারা এর প্রতিরোধে সর্বস্তরের জনগণের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া এক্ষেত্রে নারীদের জন্য নন্দিতা সুরক্ষা (ভিকটিম কেয়ার), আইনি সহায়তা ব্লাস্ট, ডক্টর দীপ্তি রানী সাহা গাইনোকোলজিস্ট অনুপ্রয়াস নিকটো ফাউন্ডেশন তাদের কর্মসূচি পরিচালনা করবে। সম্পূর্ণ বিনামূল্যে এই সংগঠনগুলো তাদের সেবা করবে বলে সভায় জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha