ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর মশিদপুর এলাকা থেকে ৬ ককসিট ইলিশ মাছ আটক করেছে জনতা। এ সময় মাছ রেখে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে ৬ ককসিট ইলিশ মাছ জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।
সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে স্থানীয়রা মাছগুলো আটক করে। পরে মাছগুলো ছাড়িয়ে নিতে তদবির করেও কোন কাজ হয়নি। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছেন।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) রাসেদ মিঞা বলেন, এ মাছগুলো মুশিদপুর হয়ে পদ্মা নদী পথে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা। নাম প্রকাশ না করার শর্তে জৈনক ব্যক্তি জানান, আটকের পর ১ ককসিট ইলিশ মাছ সরিয়ে নেওয়া হয়েছে। তার ভাষ্য মতে ৭ ককসিট ইলিশ মাছ থাকার কথা। তবে তার এ কথার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
আড়ানী পৌর বাজারের ইলিশ মাছের আড়তদার বাবলু হোসেন বলেন, প্রতি এক ককসিটে ২০ কেজি করে মাছ থাকে । সেই হিসেবে জব্দ করা ৬ ককসিটে মাছ ছিল ৩ মণ। সোমবার (১৯ আগষ্ট) এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ এক হাজার ৬৫০ টাকা।
এ বিষয়ে ওসি আবু সিদ্দিক বলেন, মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। মালিকানা দাবির প্রেক্ষিতে যাচাই বাছাই করে পাচারের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha