আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:২৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৮, ২০২৪, ৩:৫৯ পি.এম
মধুখালীতে পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী মধ্যপাড়া গ্রামের শাহিদুজ্জামান সুইট মিয়ার পুকুর হতে এক বাকপ্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ই আগস্ট) ২০২৪ইং সকাল ৯ ঘটিকায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই যুবকের নাম নওশের সরদার (৩০), পিতাঃ মৃত - আজিত সরদার, সাং-মেগচামী মধ্যপাড়া, থানা - মধুখালী, জেলা- ফরিদপুর।
স্থানীয় সূত্রে জানা যায়, নওশের দীর্ঘদিন ধরে মৃগী রোগ সহ বাকপ্রতিবন্ধী জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ঠিকমতো বাড়িতে থাকতেন না। গত ২/৩ ধরে নিখোঁজ ছিলেন। রবিবার সকাল ৯টায় স্থানীয় লোকজন মৃতদেহটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে এটি নওশের এর লাশ বলে সনাক্ত করেন। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের ধারনা, বাক প্রতিবন্ধী ঐ যুবক পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বসত পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। পুকুরটি মাঠের মাঝখানে হওয়ার কারণে লাশটি সহজে কারো নজরে আসেনি।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha