ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামীকাল (১৮ আগস্ট) বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সভা সফল করার লক্ষ্যে আজ শনিবার (১৭ আগস্ট) কাদিরদীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কাদিরদী বাজার বিএনপির আঞ্চলিক কার্যালয়ে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নাফ মুন্সি।
খন্দকার নাসিরুল ইসলাম বিএনপি কর্তৃক আয়োজিত রবিবারের শান্তি সমাবেশকে সফল করার জন্য উপস্থিত সবাইর প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫