বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে বাংলাদেশ অনুপ্রবেশকালে বিপুল পরিমাণ ইয়াবা এবং ক্রিস্টাল মেথ আইস আটক।
বিজিবি সুত্রে জানা যায়,গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি,এসি এর নেতৃত্বে রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল কর্তৃক বিওপি থেকে পূর্ব দিকে এবং মেইন সীমান্ত পিলার ৪১ থেকে ৩ কিঃমিঃপশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্হান থেকে ৮০ হাজার বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়; যার আনুমানিক মূল্য ১২ কোটি ৪০ লক্ষ টাকা।
আটককৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টল মেথ আইস ধ্বংসের জন্য ব্যাটালিয়ান সদরে জমা করার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা ।
উল্লেখ্য,সম্প্রতি কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকার বিজিবির বিওপির সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি,আবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে দিন রাত সমানভাবে।
তারই ফলশ্রুতিতে প্রায় সময় আটক হচ্ছে কোটি কোটি টাকার বিভিন্ন প্রকারের মাদকের চালান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha