আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৭:২২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২৪, ৮:৪৭ পি.এম
যশোর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমাদের লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ফ্যাসিস্ট শেখ হাসিনা উৎখাত হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি।
শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে প্রাথমিক ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র- জনতার রুহয়ের মাগফিরাত এবং গুরুতর অসুস্থ বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোর জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন। শুক্রবার (১৬ আগস্ট) বাদ আছর যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণ তার পছন্দের ব্যাক্তিকে বেছে নিতে পারবে। তখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার, জনগণের আকাঙ্খা পূরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে। সেই রাষ্ট্রকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারবো , তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তার জন্য অনেক ত্যাগ- তিতিক্ষা এবং ধৈর্য্য ও সংযমের প্রয়োজন রয়েছে।
বিগত ১৭ বছর ধরে যে নতুন দিনের জন্য অপেক্ষা করছিলাম। সেই নতুন সূর্য উদয় দেখার জন্য যদি আমাদের আরও ত্যাগ স্বীকার কিংবা ধৈর্য্য ও সংযম প্রদর্শন করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম- আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মোঃ ইসহক, গোলাম রেজা দুলু, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, বাদশা জামান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।
এদিকে শুক্রবার বাদ জুমা বিএনপি, অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha